বাউফলে আতঙ্ক নয়, করোনাভাইরাস প্রতিরোধে সর্তকীয় সংবাদ

বাউফলে আতঙ্ক নয়, করোনাভাইরাস প্রতিরোধে সর্তকীয় সংবাদ

সাইফুল ইসলাম, বরিশাল.লাইভ : বাউফলে করোনাভাইরাস প্রতিরোধে সতর্কীয় ও সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। বাড়ছে ব্যক্তি পর্যায়ে থেকে সচেতনতা। উপজেলা প্রশাসন থেকে তৃণমূল পর্যায়ে এ ব্যক্তিগত উদ্যোগ দেখা গেছে।
 গত ১ সপ্তাহ পর্যাবেক্ষনে দেখা গেছে, আবহাওয়া পরিবর্তন কারনে সর্দি কাশি এলার্জি দেখা দিলেও নিজেদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতা ও সতর্কতা অবলম্বন করেছে। উপজেলা প্রশাসন কার্যালয় থেকে লিফলেট বিতরন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সংগঠন ও ব্যাক্তি সচেতনতামূলক পোস্ট দিয়ে সাধারন মানুষকে সচেতন করছে। মাইকিং এবং ছোট দলে দূরত্ব বজায় রেখে উদ্ধুদ্বকরণ হচ্ছে।

উপজেলা প্রশাসন দপ্তরে গেলে প্রতিবেদকের চোঁখে পড়েছে সচেতনতামূলক কার্যক্রম। নির্বাহী অফিসার কার্যালয়ে তিন হাত দূরত্ব রেখে বসা. মাস্ক ব্যবহার করা। একই সাথে একাধিক ব্যক্তির যোগাযোগ রয়েছে নিষিদ্ধ। বাউফল থানা চত্বরে হাত ধৌত করা সাবান পানি রাখা হয়েছে। আগত একজনের বেশি যোগাযোগ নয়। অফিসার ইনচার্জ গাড়িতে ব্যানার টানিয়ে প্রচারনা করা হচ্ছে। উপজেলা স্থানীয় সাংবাদিক সচেতনতা ভূমিকা পালন করেছে। নিয়মিত খোজ খবর রাখা  হচ্ছে। সর্তকীয়ও সচেতনতামূলক ফিচার করেছে। সাংবাদিক মাস্ক ব্যবহার দূরত্ব বজায় রেখে সংবাদ সংগ্রহ করতে দেখা গেছে। উপজেলার সেলুনগুলো ২৫ থেকে ৪ মার্চ পর্যন্ত বন্ধ রাখার  ঘোষনা করা হয়েছে।

উপজেলার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে বসার স্থান সরিয়ে ফেলা হয়েছে। পৌর এলাকায় সর্তকীয় মাইকিং করা হয়েছে। একের অধিক ক্রেতা নয়।তিন হাত দূরত্ব রেখে কেনাকাটা করুন। অনেক দোকানে সাইন বক্স বাজিয়া সচেতনতা করা হচ্ছে। বিনা প্রয়োজনে ঘোরাফেরা নয়। ঘরে চলুন পরিবার রক্ষা করুন। সরকারি সাধারন ছুটির সাথে একাতœ ঘোষনা করে রাস্তায় অযথা  চলাফেরা বন্ধ করেছে সচেতন নাগরিক।  

করোনাভাইরাস প্রতিরোধে তিন সহস্্রাধিক পরিবারের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করেছে পাবলিক ইউনিভার্সিটিস স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বাউফল (বাকলা)। গতকাল সকাল ১১ ঘটিকায় বাউফল সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত হ্যান্ড স্যানিটাইজার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বাউফল সরকারি কলেজের রসায়ন ল্যাবে সমন্বয়ক নাহিদ নিয়াজের নেতৃত্বে জুবায়ের, তুহিন, ইলিয়াস, সাব্বির, শাওন, জোহানসহ এক দল সেচ্ছাসেবক উদ্যোক্তা হ্যান্ড স্যানিটাইজার তৈরী করেন।

উপজেলার বেসরকারি উদ্যোগ খোজ নিয়ে জানাগেছে। সংগঠনের  কার্যক্রমের একটি অংশ করোনাভাইরাস সচেতনতা। লিফলেট বিতরন করেছে। গ্রামীন ফোন, স্পিড ট্রাস্ট ও ব্র্যাক লিফলেট বিতরন করতে দেখা গেছে। বাউফল কলেজের  প্রভাষক ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টল বরিশাল.লাইভ এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ লুৎফর রহমান জানান, একজন সাংবাদিক রিপোটিং মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করবে না। তবে সর্তকীয় ও সচেতনতা ও  প্রশাসনকে সহযোগিতামূলক সংবাদ পরিবেশন করবেন।
বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল বাস ভবনে গেলে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ১ জনের বেশি দেখা করছেনা। পৌর মেয়র জুয়েল জানান, ব্যক্তি নিরাপত্তার স¦ার্থে প্রত্যেকের সচেতন থাকা প্রয়োজন।
উপজেলা নিবাহী অফিসার জাকির হোসেন সাংবাদিককে জানান, করেনাভাইরাস প্রতিরোধে সচেতনতা আমরা আগেই শুরু করেছি। বাড়ছে ব্যক্তি সচেতনতা। এটাই আমাদের এই মুহুর্তের সফলতা। আপনারা আমাদের সাথে করোনাভাইরাস প্রতিরোধে এগিয়ে আসুন।